স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দলকে তেমন একটা পাত্তাই দেয়নি দক্ষিণ আফ্রিকা নারী দল। প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে জবাবটা ভালোভাবেই দিয়েছে স্বাগতিকরা। বুধবার রাতে টাইগ্রেসদের দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্য সহজেই পার হয়েছে লরা ওলভার্ডের দল। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ১১৯ রানে জেতায় বাংলাদেশ দলের সামনে ছিল ব্যবধান ২–০ বানিয়ে ফেলার। ফারজানার হকের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেটে ২২২ রান করে বাংলাদেশ। জবাবে এই রান প্রোটিয়ারা টপকে গেছে ৮ উইকেট ও ২৯ বল হাতে রেখে। এ জয়ে সিরিজে এখন ১-১ সমতা।
রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে উড়ন্ত সূচনা এনে দেন লরা ওলভার্ড ও তাজমিন ব্রিটস। দুজনে মিলে যোগ করেন ১০৬ রান। স্বাগতিকদের ওপেনিং জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ৬৭ বলে ৫৪ করা ওলভার্ডকে বোল্ড করে ফেরান তিনি। পরের ওভারে আরেক ওপেনার ব্রিটসকে আউট করেছেন রিতু মনি। আউট হওয়ার আগে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৮৪ বলে ৫০ রান।
বাকি সময়টা দেখেশুনে খেলে প্রোটিয়াদের বড় জয় নিশ্চিত করেছেন আনেকে বচস আর সানে লুস। বচস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৩ বলে ৬৫ রান করে। আর লুসের ব্যাট থেকে আসে অপরাজিত ৫৭ বলে ৪৭ রানের ইনিংস। এই দুজনের জুটি অবিচ্ছিন্ন ছিল ১১৭ রানে। এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে ৪৮ রান এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা।
শামিমা ৩৬ বলে ২৮ রান করে ফেরার পর অবশ্য তিনে নামা মুরশিদা খাতুন বেশিক্ষণ টিকতে পারেননি।ফারজানা অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে যোগ করেন ৮৮ বলে ৫৮ রান। আর ফাহিমা খাতুনের সঙ্গে চতুর্থ উইকেটে ১০৯ বলে ৯৩। ফারজানা ব্যক্তিগত ১০০-এর মাইলফলক স্পর্শ করেন ১৬৫ বলে। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি! বাংলাদেশের আর কোনো ব্যাটারের নেই একটিও। গত জুলাইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেন ফারজানা। ৪৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন ফাহিমা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১0
Discussion about this post