নিজস্ব প্রতিবেদক:: বৃষ্টি কবলে পড়া ম্যাচে সফরকারী ভারত নারী দল ১২২ রান তুলেছে। টি-২০ ফরম্যাটের ম্যাচটিতে ভারতীয় ইনিংসে বেরসিক বৃষ্টি বাগড়া দেয়। ভারত ইনিংসের ৫.৫ ওভারে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামার পর ম্যাচ শুরু হলে আম্পায়াররা ১৪ ওভার দৈর্ঘ্য নির্ধারণ করেন ম্যাচের।
টর হেরে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১২২ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেছেন অধিনায়ক হারমনপ্রীত কৌর। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন রিচা ঘোষ। ২২ রান করে সংগ্রহ করেছেন স্মৃতি মান্ধানা ও হিমালতা।
বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ও রাবেয়া খান ২টি করে উইকেট লাভ করেন।
১২৩ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post