স্পোর্টস ডেস্ক:: ছিলেন বাংলাদেশ দলের স্পিন কোচ। বিসিবি তাঁকে ধরে রাখার বহু চেষ্টা করেছে। তবে শেষ পর্যন্ত হাল ছাড়তে হলো। লঙ্কান ‘কিংবদন্তী’ রঙ্গণা হেরাথকে নিজেদের কোচ করে নিলো নিউজিল্যান্ড।
এখন থেকে নিউজিল্যান্ডের টেস্ট দলের সঙ্গে কাজ করবেন হেরাথ। বিসিবির সঙ্গে শর্তের টানা পোড়নে বাংলাদেশ ছেড়ে যান এই কোচ। তার অধীনে বেশ উন্নতি করছিলেন বাংলাদেশের স্পিনাররা।
হেরাথকে টেস্ট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে আসছে কিউইরা। ৯ থেকে ১৩ সেপ্টেম্বরর ভারতের মাটিতে ঐতিহাসিক এই ম্যাচ খেলবে তারা। এরপর এই মাসের মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলে দুই ম্যাচের সিরিজ খেলবে গ্যারি স্টিডের শিষ্যরা। এসব ম্যাচেই নিউজিল্যান্ডের কোচ থাকবেন হেরাথ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০