স্পোর্টস ডেস্ক:: দুই ম্যাচের টেস্ট সিরিজ আর তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে রোববারই ভারত সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরের দুই টেস্টের একটি হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাইয়ের বাইশ গজ স্লো থাকে সব সময়ই। স্লো উইকেট হিসেবেই চেন্নাইকে চেনেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের জন্য উইকেটের আদর্শ বদলাচ্ছে না ভারত। স্লো উইকেট তৈরি করছে নাজমুল হোসেন শান্তর দলের জন্য। আর তাই চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ হচ্ছে লাল মাটির।
ভারত-বাংলাদেশ দুই দলেই আছেন একাধিক স্পিনার। লড়াইটা হবে স্পিন বনাম স্পিনের। ভারত তাদের স্কোয়াডে চারজন স্পিনার রেখেছে, বাংলাদেশও নিজেদের স্কোয়াডে চারজন স্পিনার রেখেছে। লাল মাটির স্লো উইকেটে যুদ্ধটা হবে তাই স্পিনারদের।
ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্থান টাইমস’ জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে পিচ বদলাচ্ছে না ভারত। স্লো উইকেটই রাখছে টাইগারদের জন্য। ভারতের স্কোয়াডে থাকা স্পিনাররা হলেন ডানহাতি রবিচন্দ্রন অশ্বিন, দুই বাঁহাতি অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ও বাঁহাতি স্পিনার কুলদিপ যাদব।
বাংলাদেশের স্পিন আক্রমণের তারকারা হলেন- বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান, অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম, ডানহাতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ডানহানি স্পিনার নাইম হাসান।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের দুই দলের স্পিনারদের লড়াইটা দেখবে ক্রিকেট বিশ্ব। আগামি ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০