নিজস্ব প্রতিবেদকঃ দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে ১১৬ রানের পুঁজি পেয়েছে আফগানিস্তান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে দারুণ বোলিং করেছেন টাইগার বোলাররা। নাসুম আহমেদ-সাকিব আল হাসানরা শেষদিকে চেপে ধরেন আফগান ব্যাটারদের।
টস হেরে ব্যাট করতে নেমে ১৬ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। এরপর ৭.২ ওভারের সময় বৃষ্টি হানা দেয় সিলেট স্টেডিয়ামে। বৃষ্টির পর ওভার কেটে শুরু হয় খেলা। আর নতুন শুরুতেই আফগান শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ নবি দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেন নি। বাঁহাতি এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
নবির বিদায়ের পর জোড়া আঘাত হানেন সাকিব। বাঁহাতি এই স্পিনারের বলে একই ওভারে ফিরে যান ইব্রাহিম জাদরান ও নাজিবউল্লাহ জাদরান। শেষ দিকে হাত খোলে খেলা আজমাতউল্লাহ ওমরজাইকে ফেরান মুস্তাফিজ। আউট হওয়ার আগে আফগান ব্যাটার করেন ইনিংস সর্বোচ্চ ২৫ রান। ২১ বলে ২ চার ও ১ ছক্কায় এই ইনিংস সাজান তিনি।
ইনিংসের শেষ ওভারে করিম জানাতকে ফেরান তাসকিন। বৃষ্টি আইনে বাংলাদেশ পেয়েছে নতুন লক্ষ্য। ১৭ ওভারে ১১৯ রান করতে হবে স্বাগতিকদের। বল হাতে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ২টি করে উইকেট নিয়েছেন সাকিব ও মুস্তাফিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post