স্পোর্টস ডেস্ক:: এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের বাছাই পর্বে ‘কঠিন’ গ্রুপে পড়েছে বাংলাদেশের কিশোরীরা। তুলনা মূলক শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ অনুধর্ব-১৭ দল।
সিঙ্গাপুরে বৃহস্পতিবার এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ‘ড্র’ অনুষ্টিত হয়। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও ভিয়েতনাম।
‘এ’ গ্রুপের চার দলে আছে ভারত। ভারতীয় মেয়েদের গ্রুপ সঙ্গী থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ইরান। আগামি ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড অনুষ্টিত হবে।
দুই গ্রুপের আট দল থেকে বাদ যাবে চার দল। বাকী চার দল অনূর্ধ্ব-১৭ নারীদের এই চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামি বছরের ৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্টিত হবে নারীদের এই ফুটবল আসর।
দিন কয়েক আগে সিঙ্গাপুরে অনুষ্টিত হয়েছে বাছাই পর্বের প্রথম রাউন্ডে। বাংলাদেশের মেয়েরা প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে। যার ফলে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেলো গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post