নিজস্ব প্রতিবেদকঃ ইতিহাস গড়লেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার ফারজানা হক পিংকি। ভারতের বিপক্ষে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটার। আগে ব্যাট করতে নামা টাইগ্রেসদের সংগ্রহ ৪ উইকেটে ২২৫ রান। যা ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
ডান-হাতি ওপেনার ফারজানা থেমেছেন ১০৭ রানে। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ১৬০ বলে তিনি ৬টি চারের বাউন্ডারি খেলেন। স্ট্রাইক অবশ্য খুব ভালো নয় তার। শতরান স্পর্শ করেন ১৫৬ বলে। তবে একটা প্রান্তে তিনি ধরে রাখেন দলের হাল। তাতে রেকর্ড সংগ্রহ পায় বাংলাদেশ।
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা ধীরগতির হলেও, উইকেট না হারানোটা ছিল বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক। পাওয়ার-প্লেতে স্বাগতিকরা উইকেটশূন্য ৩২ রান সংগ্রহ করে। পরবর্তীতে দারুণ বোঝাপড়ায় শামীমা-ফারজানা উভয়ই ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন।
৫২ রান করে শামীমা ফিরে যান স্নেহ রানার বলে। ৭৮ বলে ৫ চারে ইনিংস সাজান তিনি। এর মাধ্যমে টাইগ্রেসদের ৯৩ রানের প্রথম উইকেট জুটি ভাঙে। এরপর সেঞ্চুরিয়ান ফারজানার সাথে জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩৬ বলে ১ চারে ২৪ রান করে জ্যোতি বিদায় নিলে ভাঙে এই জুটি।
৭১ রানের ফারজানা-জ্যোতির জুটি ভাঙার পর দ্রুত ফিরে যান রিতু মনিও (২)। তারপর সোবহানা মোস্তারির সঙ্গে বাকি সময়টা পার করেন ফারজানা। এই দুজনের ব্যাটে ৪৭তম ওভারে দুইশ পেরিয়ে যায় বাংলাদেশ। পরের ওভারের শেষ বলে শেফালি ভার্মার বলে চার মেরে ১৫৬ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান ফারজানা।
এদিকে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন সোবহানা। তার ২২ বলে খেলা ২৩ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। ৪৫ রান খরচায় দুই উইকেট নিয়ে ভারতের সেরা বোলার রানা। ২২৬ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করবে হারমনপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারত। সিরিজ ১-১ সমতায় আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post