স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল আয়ারল্যান্ড দল। আর সেই দলে স্বাভাবিকভাবেই অধিনায়ক ছিলেন অ্যান্ড্রু বালবার্নি। তবে টি-টোয়েন্টি সিরিজ শুরুর একদিন আগে অধিনায়কত্বে পরিবর্তন এনেছে সফরকারীরা।
টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে। তার পরিবর্তে এই সিরিজে নেতৃত্ব দেবেন পল স্টার্লিং। অভিজ্ঞ এই তারকার ওপর ভরসা রাখছে টিম ম্যানেজম্যান্ট। এছাড়া সহ-অধিনায়ক করা হয়েছে লরকান টাকারকে।
ইএসপিএন ক্রিকইনফোকে এই বিষয়টি নিশ্চিত করেছেন আয়ারল্যান্ড দলের প্রধান কোচ হেনরিখ মালান। মূলত সামনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। সিরিজটিতে বিশ্রামে থাকার কথা ছিল বালবার্নির।
কিন্তু সেই সিরিজের পরিবর্তে বাড়তি টেস্ট খেলবে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা। এছাড়াও রয়েছে ওয়ানডে সুপার লিগের ম্যাচও। আর তাই বালবার্নিকে বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই।
পল স্টার্লিংয়ের এর আগে ৬টি টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। এর মধ্যে ২টি ম্যাচে জিতেছিলেন। আর বাকি ৪ ম্যাচেই হার দেখতে হয়েছিল তাকে। সেই ম্যাচগুলো ২০১৯ সালে হয়েছিল। এবার চার বছর পর আবার আইরিশদের এই ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে দুপুর ২টায়। ২৯ মার্চ দ্বিতীয় আর ৩১ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল
পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকক্যার্থি, হ্যারি টেক্টর, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং ও ফিওন হ্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post