স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। নিউইয়র্কে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচে টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিরাট কোহলি ছাড়া প্রস্তুতি ম্যাচটিতে ভারতীয় দলের অন্যরা খেলবেন। অন্যদিকে বাংলাদেশের একাদশে নেই তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দুজনকে বিশ্রামে রাখা হয়েছে। ভারত তাদের গ্রুপপর্বের চারটি ম্যাচই খেলবে নিউইয়র্কের এই নাসাউ কাউন্টি মাঠে। বাংলাদেশেরও একটি ম্যাচ এই মাঠে, ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এই ম্যাচে আগে বোলিং করা নিয়ে টসের সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘আমরা আগে বোলিং করব, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি বোলাররা নতুন বলে কেমন পারফর্ম করতে পারে সেটা জানতে চাই। এখানে খেলাটা ক্রিকেটাররা উপভোগ করছে। আমরা ১৩ জনকে খেলাব, বিশ্রামে থাকবে তাসকিন-মুস্তাফিজ।’
ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, ‘নির্দিষ্ট কোনো কারণে আমরা ব্যাটিং নিইনি। এখানকার কন্ডিশন কিছুটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে। বিরাট মাত্র গতকাল পৌঁছেছে, সে কারণে সে খেলছে না। স্কোয়াডের বাকি ক্রিকেটাররা কেমন করে আমরা দেখব। আমরা এখানে কিছুটা আগেই এসেছি, যাতে শরীর এর সঙ্গে মানিয়ে নিতে পারে। আমরা কতটা কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে পারি সেটা সেটাই দেখব।’
বাংলাদেশ দল: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রিষাভ পান্ত, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post