স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে গেলেন কেন উইলিয়ামসন ও কাইল জেমিসন। আসন্ন দক্ষিণ আফ্রিকা টেস্টের কথা বিবেচনা করে তাদের সরিয়ে নিয়েছে বোর্ড। অধিনায়ক উইলিয়ামসনের হাঁটুতে সমস্যা, জেমিসনের হ্যামস্ট্রিংয়ে।
উইলিয়ামসন ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। আর দুই খেলোয়াড়ের জায়গায় দলে ডাকা হয়েছে রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘জ্যাকব অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার। ব্ল্যাকক্যাপস দলে থাকলে সে দারুণ অবদান রাখতে পারে। সাম্প্রতিক সময়ে সে সাদা বলের ক্রিকেটে তার দক্ষতা আনতে কঠোর পরিশ্রম করেছে। তিন সংস্করণের ক্রিকেটে শেখা ও উন্নতি করতে রাচিনের অনেক আগ্রহ রয়েছে।’
স্টিড আরও বলেন, ‘কেন ও কাইল দুজনকেই আমরা সামনের দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজে সম্ভাব্য সেরা অবস্থায় পেতে চাই। মেডিকেল স্টাফ এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের জন্য পুনর্বাসন ও কন্ডিশনিংই সেরা উপায় মনে হয়েছে।’
ওয়ানডে সিরিজ শেষে নেপিয়ারে নিউজিল্যান্ড-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ ডিসেম্বর। মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় ম্যাচ ২৯ ডিসেম্বর, শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। এর আগে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে কিউইরা। টম লাথামের নেতৃত্বে সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড- রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), বেন সিয়ার্স, টিম শেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post