নিজস্ব প্রতিবেদক:: দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড দল ঘোষণা করেছে। টাইগারদের বিপক্ষে ১৬ সদস্যের দল রোববার ঘোষণা করে এসিবি।
ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে আছে আফগানিস্তান দল। ৫ জুলাই থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজ শেষে ১৪ জুলাই থেকে শুরু হবে দুই ম্যাচের টি-২০ সিরিজ।
এসিবির ১৬ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন লেগ স্পিনার রশিদন খান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের মতো টি-২০ সিরিজেও পূর্ণশক্তির আফগানিস্তান দল থাকছে।
আফগানিস্তান দল:: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, ইব্রাহিম জর্দান, মোহাম্মদ নবি, নাজবুল্লাহ জর্দান, সাদিক, করিম জান্নাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজলে হক ফারুকী, নাভিন উল হক, হামাদ, নুর, ফরিদ ও মুজিব উর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post