স্পোর্টস ডেস্ক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই ওডিআই সিরিজের আগে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দল।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে। দীর্ঘ দিন পর ভারত নারী দল বাংলাদেশ সফরে আসছে। এই সিরিজের ম্যাচ দিয়ে প্রায় এগারো বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটে খেলার সুযোগ পাবে বাংলাদেশ নারী দলও।
৯ জুলাই থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-২০ সিরিজ। ১১ জুলাই দ্বিতীয় টি-২০ ম্যাচ ও ১৩ জুলাই তৃতীয় টি-২০ ম্যাচটি হবে। ভারত দল বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দলই ঘোষণা করেছে।
টি-২০ সিরিজ শেষে একই ভেন্যুতে শুরু হবে ওয়ানডে সিরিজ। আগামি ১৬ জুলাই হবে প্রথম ওয়ানডে, ১৯ জুলাই দ্বিতীয় ও ২২ জুলাই হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি।
ভারত টি-২০ দল:: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা চেত্রি (উইকেটরক্ষক), আমানজত কৌর, এস মেঘনা, পূজা ভাস্ত্রাকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, মিন্নু মানি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post