স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রীদি। বিশ্বকাপে দলটির ব্যর্থতা নিয়ে আলােচনা-সমালোচনার মধ্যে আফ্রীদির ব্যবহার নিয়েও অভিযোগ উঠেছে। অধিনায়ক বাবর থেকে শুরু করে সতীর্থদের সাথেও খারাপ ব্যবহার করেছেন তিনি।
বিশ্বকাপের নানা কাণ্ডে আলোচনার থাকার মধ্যেই জানা যাচ্ছেন, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না এই পেস তারকা। পাকিস্তান টেস্ট দলের কোচ গিলেম্পি জানিয়েছেন, আফ্রীদি না থাকার কারন।
পাক পেসার সদ্যই সন্তানের বাবা হয়েছেন। নবজাতক সন্তান ও স্ত্রীকে সময় দিতে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়েছেন। পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেম্পি সাংবাদিকদের বিষয়টি জানিয়ে বলেন, “সন্তানের জন্ম হওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে না-ও খেলতে পারে শাহিন। যদি এই সময় ও নিজের পরিবারের পাশে থাকতে চায় তা হলে আমরা ওকে বিশ্রাম দেব।”
আগামি ২১ অগস্ট থেকে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ় খেলবে পাকিস্তান। প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে। দ্বিতীয় টেস্ট করাচিতে। পরিবারকে সময় দিতে আফ্রীদি তাই টেস্ট সিরিজে পাচ্ছেন বিশ্রাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post