নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানার। ডানহাতি এই পেসার চোটের কারণে ছিটকে গেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করেছে এই তথ্য।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন পাথিরানা। তাই তৃতীয় টি-টোয়েন্টিতে খেলা হবে না তার। খবরটি নিশ্চিত করে শ্রীলঙ্কা নিজেদের ফেসবুকে লিখেছে, ‘পাথিরানা বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১-এর চোটে পড়েছেন। তাই তৃতীয় ম্যাচে তিনি খেলতে পারবেন না। তিনি চোট পেয়েছিলেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল করতে গিয়ে।’
এদিকে প্রথমবারের মত শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ম্যাচে লঙ্কানদের ৩ রানে হারায় টাইগারদের। দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় নাজমুল হোসেন শান্তর দল। ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post