স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। শুক্রবার থেকেই মাঠে নেমে পড়েছে ভারত। দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই এক্সে অনুশীলনের ছবি পোস্ট দিয়ে জানিয়েছে সে খবর।
আগামি ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। চেন্নাইতে হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। এরপর ২৯ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজ শেষে শুরু হবে টি-২০ সিরিজ।
বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ভারতের চেপাউকে অনুশীল শুরু করেন দেশটির ক্রিকেটাররা। নতুন কোচিং স্টাফদের এটাই প্রথম মিশন। ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। প্রথম অ্যাসাইনমেন্টে তিনি প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেয়েছেন।
বাংলাদেশ সিরিজ শেষে ভারত নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলবে ৫ টেস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০