স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। টেক্সাসের ডালাসে বৈরী আবহাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় আজ রাত ৯-৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। এর আগে রাত ৮টার একটু আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘এ অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার কারণে অবকাঠামোর যে অবস্থা, এরপর ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে।’
বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলার কথা আছে আরেকটি ম্যাচ। আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সে ম্যাচের প্রতিপক্ষ ভারত। এদিকে বিশ্বকাপের গ্রুপ ‘ডি’তে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে আছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post