নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়ছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে যেখানে ব্যাট করছে স্বাগতিকরা। তবে ব্যাট হাতে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ শিবির।
আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’তে কোনো উইকেট না হারিয়ে ৮১ রান তোলে বাংলাদেশ দল। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের বিস্ফোরক শুরুতে হয়েছে নতুন রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে’তে এটিই এখন সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের।
এর আগে বাংলাদেশ দলের সর্বোচ্চ পাওয়ার প্লে সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। ২০১৩ সালে মিরপুরের হোম অব ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়ে টাইগাররা।
এদিন নতুন মাইলফলক স্পর্শ করেছেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারও। এর মধ্যে লিটন দাস আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম বাংলাদেশি হিসেবে ১৫০০ রান করার মাইলফলক স্পর্শ করেছেন। তবে বাকিদের ছাড়িয়ে গেছেন একটি জায়গায়। দেড় হাজার করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম লিটন। এর জন্য খেলেছেন ৬৮ ইনিংস। এদিকে রনি তালুকদার স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০০০ রান করার মাইলফলক ছুঁয়েছেন।
আইরিশদের বিপক্ষে এদিন ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। ২৩ বলের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন। প্রায় ২০৫ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই তারকা। অপরদিকে রনি তালুকদার পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা। তিনি খেলেছেন ৬৭ রানের ক্যামিও ইনিংস। ৩৮ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজান নিজের ক্যারিয়ার সেরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংস।
তবে দুজনই এখন ফিরে গেছেন প্যাভিলিয়নে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান। বড় সংগ্রহের পথে এগোচ্ছেন টাইগাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post