স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের ফুটবল প্রেমীরা যে আর্জেন্টিনার কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছেন সেটা আরেকবার বুঝিয়ে দিলো বিশ্ব চ্যাম্পিয়নরা। পবিত্র ঈদুল আযহায় শুধু বাংলাদেশের সমর্থকদের জন্য আলাদা শুভেচ্ছা বার্তা দিয়েছে দেশটি।
আজ বৃহস্পতিবার সারা দেশে ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের সমর্থকদের। বিশ্বকাপের সময় বাঙালী ফুটবল প্রেমীদের বেশ সমর্থন পেয়েছিলো দেশটি। এদেশের সমর্থকেরা আলোড়ন তুলেছিলেন ফুটবল বিশ্বে।
বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা নানা ভাবে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। এবার আরো একবার দেশটি সেটার প্রমাণ দিলো। লিওনেল মেসি, ডি পল ও ডি মারিয়ার একটি ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা।
পোস্টে মেসিদের হাস্যজ্জল একটি ছবির মধ্যে লেখা, বাংলাদেশের সকল বন্ধুকে ঈদ মোবারক। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আলাদা ক্যাপশনও দিয়েছে। ক্যাপশনে লেখা, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক। এই উৎসব উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সাথে ভাগাভাগি করা স্মরণীয় মুহূর্তের।’
কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলো আর্জেন্টিনা। তাতে ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে দলটির। আর্জেন্টাইনদের এই জয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন বাংলাদেশের সমর্থকেরাও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post