নিজস্ব প্রতিবেদকঃ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা দল। ২৯ মার্চ, বৃহস্পতিবার বাংলাদেশে এসে পা রাখে লঙ্কানরা। প্রথমে সকাল ১১টায় ঢাকায় পৌঁছায় শ্রীলঙ্কা দল। এরপর ঢাকা থেকে কানেক্টিং ফ্লাইটে সিলেটে পৌঁছেছেন হাসারাঙ্গা-ম্যাথিউসরা।
বিকাল প্রায় ৫টার দিকে চায়ের শহরে এসে অবতরণ করে লঙ্কানদের বহনকারী বিমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে পৌঁছায় পুরো দল। এই সিলেটেই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশের সাথে মিশন শুরু করবে শ্রীলঙ্কা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর আগামী ৬ ও ৯ মার্চ একই ভেন্যুতে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই দুই দল মুখোমুখি লড়াইয়ে নামবে ওয়ানডে সিরিজে। চট্টগ্রামে সেই সিরিজ হবে ১৩, ১৫ ও ১৮ মার্চ। এরপর দুই দল টেস্টে মুখোমুখি হবে। সিরিজের প্রথম টেস্ট খেলতে আবার সিলেট আসবে লঙ্কানরা। সেই ম্যাচ শুরু হবে ২২ মার্চ। এরপর আবার চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ মার্চ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post