স্পোর্টস ডেস্কঃ হিথ স্ট্রিক আর নেই। ক্যানসারে আক্রান্ত জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গত রাতে মাত্র ৪৯ বছর বয়সে মারা গেছেন। এর আগে তাঁর অসুস্থতার খবরটি প্রথম জানা যায় জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রীর করা একটি টুইট থেকে। যেখানে স্ট্রিকের জন্য প্রার্থনা চেয়েছিলেন তিনি।
স্ট্রিক লিভার ও কোলনের ক্যানসারের সঙ্গে লড়ছিলেন বহুদিন, সে লড়াইয়ে পেরে উঠলেন না। জিম্বাবুয়ের হয়ে ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলা এই তারকা টেস্টে উইকেট নিয়েছেন ২১৬টি, ওয়ানডেতে ২৩৯। অধিনায়ক হওয়ার পর ব্যাটিংয়েও বেশ কার্যকরী ছিলেন। টেস্টে তাঁর রান ১ হাজার ৯৯০ আর ওয়ানডেতে ২ হাজার ৯৪৩।
খেলোয়াড়ি জীবনের পর কোচিংয়ে নাম লেখান স্ট্রিক। জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্সের মতো দলগুলোতে কাজ করেন। ২০১৪ সালের মে মাসে তিনি বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৬ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। তবে ২০২১ সালের এপ্রিলে সাবেক এই ক্রিকেটার ৮ বছরের জন্য নিষিদ্ধ হন। মূলত ম্যাচ পাতানোর অভিযোগ ছিল তাঁর ওপর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post