স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসান ওয়ানডে ফরম্যাটে খেলতে চান। আবুধাবির টি-১০ লিগ শেষেই তিনি ফিরতে চান আন্তর্জাতিক ক্রিকেটে। টেস্ট ও টি-২০ থেকে অবসর নেওয়া সাকিব আগেই জানিয়েছেন, তিনি অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে খেলতে চান।
বাংলাদেশ দলের ভারত সফরে সাকিব টেস্ট থেকে অবসরের ঘোষনা দেন। একই সঙ্গে জানিয়ে ছিলেন তিনি টি-২০ ফরম্যাটেও আর খেলবেন না। গত টি-২০ বিশ্বকাপেই খেলেছেন নিজের শেষ ম্যাচ। কানপুর টেস্টের আগে অবসর ঘোষণার সময় জানিয়ে ছিলেন ঢাকা ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান।
মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও রাখা হয় সাকিবকে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের কারণে ঢাকায় আসতে পারেননি সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দেশে না আসতে পরামর্শ দিয়ে ছিলো। ফলে দেশের পথে রওয়ানা দিয়েও মাঝপথে ফিরে যেতে হয়েছিলো সাকিব আল হাসানকে। খেলা হয়নি শেষ টেস্ট।
এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে সাকিব নিজেই সেই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন। আফগানদের বিপক্ষে সংযুক্ত আরব-আমিরাতে বাংলাদেশের হেরে যাওয়া সিরিজে খেলেননি তিনি। তবে এবার জানালেন ওয়ানডে ফরম্যাটে খেলতে চান তিনি। আবুধাবিতে চলমান টি-১০ লিগ শেষেই ফিরতে চান আন্তর্জাতিক ক্রিকেটে।
বৃহস্পতিবার আবুধাবি টি-১০ আসর শুরুর আগে গণমাধ্যমের সামনে আসেন বাংলা টাইগার্সের সাকিব। আবার কবে আপনাকে বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে এই প্রশ্নে বলেন, ‘এই টুর্নামেন্টের পরে দেখা যাবে।’ বাংলাদেশের পরের ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজে। সেন্ট কিটসে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। সেই সিরিজে সাকিবকে দেখা যেতে পারে। তবে সেটাও হয়ত নির্ভর করছে নানান হিসাব নিকাশের উপর।
ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া যে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার থামাবেন, সেখানে খেলা কতটা নিশ্চিত, সেটা নিয়ে কী ভাবনা…এমন প্রশ্নও করা হয়েছিলো। সাকিব এই প্রশ্ন অবশ্য পাশ কাটিয়ে যান, ‘এখন এই টুর্নামেন্ট (আবুধাবি টি-টেন) নিয়ে পুরো ফোকাস করছি আমি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০