স্পোর্টস ডেস্কঃ প্রথমবার তিন ফরম্যাটেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। সেই সফরের জন্য তিন ফরম্যাটের জন্য আলাদা দল ঘোষণা করেছিল ক্রিকেট আয়ারল্যান্ড। দল নিয়ে আগামীকাল ১১ মার্চ, শনিবার বাংলাদেশে পৌঁছানোর কথা আইরিশদের।
কিন্ত বাংলাদেশে আসার আগমূহুর্তে নিজেদের স্কোয়াডে পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফরে ওয়ানডে খেলতে আসছেন না তারকা পেসার জশ লিটল। আর আগে থেকেই জানা ছিল, টি-টোয়েন্টি আর টেস্টে খেলবেন না পিএসএল ও আইপিএলের কারণে। এবার ওয়ানডে থেকেও সরিয়ে নিলেন নিজেকে। এছাড়া ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ওলফোর্টও আসতে পারছেন না।
আর তাই শেষ মূহুর্তে তাদের বদলি নিতে হয়েছে। দুই জনের বদলি হিসেবেই ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন ফিওন হ্যান্ড। শুধুমাত্র এই দুই ফরম্যাটেই নয়, টেস্ট দলেও জায়গা পেয়েছেন ২৪ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। ডানহাতি এই ক্রিকেটারের এখন পর্যন্ত ৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ওয়ানডে ও টেস্টে অভিষেক হয়নি। তাই বাংলাদেশ সফরে বড় সুযোগের হাতছানি ফিওনের।
কাল ঢাকায় পা রেখে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। ১৮ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথমটি ২৭ মার্চ, দ্বিতীয়টি ২৯ মার্চ ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। এরপর ৪-৮ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টটি খেলার জন্য ঢাকায় ফিরবে দুই দল।
আয়ারল্যান্ড ওয়ানডে দল
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহেনি, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকক্যার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকক্যার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং ও ফিওন হ্যান্ড।
আয়ারল্যান্ড টেস্ট দল
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, মারে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককালাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post