স্পোর্টস ডেস্কঃ গত এক যুগে আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় সবার উপরের আছেন সাকিব আল হাসান। অনেকের মতে তো এই বাংলাদেশি অলরাউন্ডারই আধুনিক ক্রিকেটের সেরা অলরাউন্ডার। এমনকি বর্তমানেও ওয়ানডে ও টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার তিনি। তাকে নিয়ে বিভিন্ন সময় প্রশংসায় মাতেন কিংবদন্তীরা। এবার নতুন করে সাকিব বন্দনা করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বোর্ড প্রধান রমিজ রাজা।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ জানান, সাকিব সেরা হলেও তাঁকে সঙ্গ দেওয়ার মত কোনো অলরাউন্ডার নেই বাংলাদেশে। আর এটিকেই তিনি সমস্যা বলছেন দলের জন্য। চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সাকিব ছাড়াও খেলেছেন দুই অলরাউন্ডার- মেহেদি হাসান মিরাজ ও শেখ মেহেদি। তবে দুজনের কেউই দলের প্রত্যাশা মেটাতে পারেন নি।
সাম্প্রতিক বছরগুলোতে অলরাউন্ডার কোটায় বাংলাদেশ দলে খেলেছেন সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মফ সাইফউদ্দিনরা। কেউই থিতু হতে পারেন নি দলে। আর এটিকেই বড় সমস্যা বলে জানিয়েছেন রমিজ। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশের সমস্যা হলো সাকিব ছাড়া আর কোনো ভালো মানের অলরাউন্ডার নেই।’
এদিকে এশিয়া কাপে প্রথম ম্যাচে বাংলাদেশের হারা প্রসঙ্গে রমিজ বলেন, ‘সাদা বলের ক্রিকেটের জন্য শ্রীলঙ্কা কঠিন উইকেট থাকে। কারণ এখানে বল আটকে আসে, এখানে হাফ স্পিনারও পুরো স্পিনার হয়ে যায়। সাকিবের বলেও স্পিন হচ্ছিল। সাধারণত সে খুব বেশি বল স্পিন করে না। বাংলাদেশের জন্য আরেকটি সমস্যা হলো, তাদের কাছে দুই-একজন কোয়ালিটি অলরাউন্ডার নেই। সাকিব বাদে বাকি কোনো অলরাউন্ডার নেই।’
Discussion about this post