স্পোর্টস ডেস্কঃ নাভিদ নাওয়াজের ওপরেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ভার তুলে দিল বিসিবি। আগামী ১ জুলাই থেকে দুই বছরের চুক্তিতে বিসিবির গেম ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন এ শ্রীলঙ্কান। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
স্টুয়ার্ট ল চলে যাওয়ার পর বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব দেওয়ার জন্য তিন জনের একটি শর্টলিস্ট করে বিসিবি। তালিকায় ছিলেন পাকিস্তানের ইজাজ আহমেদ, নাভিদ নাওয়াজ ও ভারতের ওয়াসিম জাফার। অবশেষে নাভিদকেই বেছে নিয়েছে বিসিবি। এর আগে তাঁর কোচিংয়ে ২০১৯ যুব এশিয়া কাপে রানার্স আপ হয় বাংলাদেশ। পরের বছর দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে জিতে নেয় শিরোপা। শিরোপা জয়ের পর তার সঙ্গে চুক্তির মেয়াড় বাড়ায় বিসিবি। ২০২২ যুব বিশ্বকাপেও তার কোচিংয়ে খেলে বাংলাদেশ। এবার অবশ্য দল ভালো করতে পারেনি। তার চুক্তিও নবায়ন হয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post