নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও সিশেলসের মধ্যকার ফিফা টায়ার-১’র আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচ শেষ হয়েছে। আর সেই ম্যাচে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিশেলসের বিপক্ষে আসা সেই জয়ে বাংলাদেশের পারফম্যান্স আশানুরুপ ছিল না।
এই ম্যাচে নিজেদের শক্তিমত্তার মতো খেলতে পারেনি বাংলাদেশ দল। ঘরের মাঠে ম্যাচ, দেশে-বিদেশে উন্নত অনুশীলন, প্রস্তুতি ম্যাচে খেলা, সেই অনুযায়ী দেখার মতো পারফম্যান্স উপহার দিতে পারেনি স্বাগতিকরা। দাপটের ফুটবল খেলতে পারেনি দল। একমাত্র গোলটিও এসেছে প্রতিপক্ষের ভুলে।
সেই তুলনায় সিশেলসের চেষ্টা চোখে পড়ার মতোই ছিল। অপেশাদার খেলোয়াড়দের নিয়ে গড়া দল, এত সুবিধাও পায়নি, মূল মাঠে অনুশীলনের সুযোগও পায়নি। তার ওপরও যথেষ্ট আশা জাগানিয়া পারফম্যান্স ছিল। ভাগ্য বিড়ম্বনায়ই গোলের সুযোগ মিস হয়।
সব মিলিয়ে ম্যাচ শেষে খুব একটা প্রশংসা কুড়াচ্ছে না জামালদের পারফম্যান্স। সিশেলস কোচ নেভিলে ভিভিয়ান তো বলেই দিলেন, বাংলাদেশের এই জয় প্রাপ্য না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন ১-১ গোলে ড্র আশা করেছিলেন তিনি। নিজেদের পক্ষ থেকে আরেকটু ভালো খেলা আশা করেছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় বাংলাদেশের এই জয় প্রাপ্য ছিল কিনা? তখন হতাশ মুখে খানিকটা অপেক্ষা করে, নেভিলে বলেন, ‘না’।
কেন না, সেই ব্যাখ্যাও দিয়েছেন নেভিলে। তার ভাষ্য, ‘এই ম্যাচে অন্তত আমরা ১-১ গোলে ড্র আশা করছিলাম। বাংলাদেশের পারফম্যান্স এতো ভালো ছিল না। আমাদের আরেকটু ভালো খেলা উচিৎ ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post