স্পোর্টস ডেস্ক:: ওয়ানডের পর টি-২০ একাদশেও ফিরলেন সৌম্য সরকার। টাইগার একাদশে সৌম্যের সঙ্গে আছেন আফিফ হোসেন ধ্রুব, লেগ স্পিনার রিশাদ হোসেনও আছেন। সুযোগ পেয়েছেন রনি তালুকদারও।
তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক নিউজিল্যান্ডকে।
২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা নিউজিল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করবে। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে স্বাগতিকরা পূর্ণ শক্তির দলই মাঠে নামিয়েছেন।
টিম সাউদি, ইশ সোধী, গ্লেন ফিলিফস, জিমি নিশামরা আছেন একাদশে। বাংলাদেশ একাদশে রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব, রনি তালুকদার, সৌম্য সরকাররা আছেন একাদশে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তৌহিদ হৃদয়, আফিফ হোসাইন, মাহেদি হাসান, রিশাদ হোসাইন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও বেন সিয়ার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post