নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দলের মধ্যকার সিরিজ চলছে ঢাকায়। আর সিরিজের মাঝেই দুই দলের ক্রিকেটার ও কর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এসময় দুই দলের ক্রিকেটাররা ছাড়াও বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নর্ডিয়া সিম্পসন, যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, সংসদ সদস্য ও বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুই দলের ক্রিকেটারদের উপহারও দেওয়া হয়। এছাড়া সামগ্রিক অবস্থা নিয়ে কথা হয়েছে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে অজিরা। এরপর টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দুপুর ১২টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। এবারই প্রথম দ্বীপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া।
Discussion about this post