স্পোর্টস ডেস্কঃ রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে গেলে আসরটি আয়োজন করতে চায় জিম্বাবুয়ে। সূচি অনুযায়ী আগামী অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। তবে এই ১০ দলে নেই জিম্বাবুয়ের নাম। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিশ্বকাপ আয়োজনের ইচ্ছে প্রকাশ করেছে জিম্বাবুয়ে/
২০১৮ ও ২০২৩ সালে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করেছে জিম্বাবুয়ে। সামনে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা। এদিকে আইসিসি ইতোমধ্যে তিনটি দেশকে বিকল্প আয়োজক হিসেবে চিন্তাভাবনা করছে। সেই তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ভারত অবশ্য ইতোমধ্যে আয়োজক হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। শ্রীলঙ্কা ও আরব আমিরাতের বিষয়টি আলোচনাধীন রয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে-পরে ঘটা অস্থিরতার প্রেক্ষাপটে বিভিন্ন দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বা বাড়তি সতর্কতা আরোপ করেছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও ভারতের মেয়েদের ক্রিকেট দলের বিশ্বকাপে অংশ নেওয়ার কথা। এদিকে বাংলাদেশে টুর্নামেন্ট থাকছে নাকি জিম্বাবুয়ে বা আমিরাতে চলে যাচ্ছে, এই সিদ্ধান্ত হতে পারে আগামী বৃহস্পতিবারের মধ্যেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০