নিজস্ব প্রতিবেদকঃ ইসরাইলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন ক্রিকেট-ফুটবলের অনেক তারকা। বাদ যাচ্ছেন না ভক্তরাও। সেই ধারাবাহিকতায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবার দেখা গেলো ক্রিকেট বিশ্বকাপে। কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে।
গতকাল একপেশে ম্যাচে বাবর আজমের দল উড়িয়ে দেয় বাংলাদেশকে। লজ্জার হারে বিশ্বকাপ থেকে সবার আগে আনুষ্ঠানিক বিদায় নিশ্চিত হয়েছে সাকিব আল হাসানদের। ৭ উইকেট ও ১০৫ বল হাতে রেখে পাওয়া জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। ইডেনের গ্যালারিতে এই ম্যাচে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় কয়েকজন দর্শককে।
ইসরায়েলি আগ্রাসন থেকে নিরীহ ফিলিস্তিনিদের মুক্তির সমর্থনে ৪ জন দর্শক পতাকা হাতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে যান। তারা সবাই ভারতের নাগরিক। ইসরায়েলের দমন নিপীড়নের প্রতিবাদ জানাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে যাওয়া এই দর্শকদের আটক করেছে কলকাতার স্থানীয় পুলিশ।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইলের বিমান বাহিনী। এতে এখন পর্যন্ত সাড়ে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২ হাজার ৭০৪ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৭ হাজার ফিলিস্তিনি। ইসরায়েলের এমন আগ্রাসনে পশ্চিমা বিশ্ব নীরব। তবে প্রতিবাদে ফেঁসে উঠেছে মুসলিম বিশ্ব।
এদিকে গতকাল ইডেন গার্ডেন্সে আটক ২ জন ঝাড়খণ্ডের ও ২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। কলকাতার স্থানীয় পুলিশ জানিয়েছে, ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য পাকিস্তান– বাংলাদেশের ম্যাচকে বেছে নিয়েছিলেন আটক হওয়া ঐ ৪ জন। তাঁদের উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post