স্পোর্টস ডেস্ক:: দুবা্ইতে গতকাল বাংলাদেশ ও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিলো। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটির সরাসরি সম্প্রচারে লোগোতে পাকিস্তানের নাম লেখা ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে প্রতিটি ম্যাচের লাইভ সম্প্রচারের লোগোতে পাকিস্তানের নাম লিখা থাকার কথা।
বাংলাদেশ-ভারত ম্যাচ ছাড়া বাকী ম্যাচগুলোতেই টিকই পাকিস্তানের নাম লিখা ছিলো। নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোতে পাকিস্তানের নাম আছে। প্রতিটি দলের জার্সিতে থাকা লোগােতেও পাকিস্তানের নাম আছে। ভারত শুরুতে তাদের জার্সিতে পাকিস্তানের নাম লিখতে চায়নি। তবে আইসিসির চাপে শেষ পর্যন্ত লিখতে হয়েছে এবং পাকিস্তানের নাম থাকা জার্সি দিয়েই ম্যাচ খেলেছে।
কিন্তুু ভারত-বাংলাদেশ ম্যাচের লাইভ সম্প্রচারের লোগোতে কেন পাকিস্তানের নাম ছিল না এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ব্যাখা চেয়েছিলো। জবাবে আইসিসি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে লোগোতে নাম বাদ পড়েছে।
পিসিবির চিঠির জবাবে আইসিসি জানায়, ‘কারিগরি ক্রুটির কারণে এমন হয়েছে। আগামীকালের (আজ) ম্যাচ থেকেই ঠিক করা হবে।’ আইসিসির এক মূখপাত্র এমন বলার পর জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ম্যাচের হাইলাইটসে ‘পাকিস্তান’ লেখাসহ লোগোই দেওয়া হয়েছে। সরাসরি সম্প্রচারের সময় শুধু লোগোটি ছিল না। খেলাগুলো দুবাই বা পাকিস্তান যেখানেই হোক, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোয় এমন কিছু হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক নাটক করেছে ভারত। আয়োজক পাকিস্তানে খেলতে যায়নি দলটি। বাধ্য হয়েই পিসিবি ও আইসিসি ভারতের ম্যাচগুলো দুবাইতে আয়োজন করেছে। অন্য দলগুলো পাকিস্তান-দুবাই দৌড়াদৌড়ি করে খেলছে, ভারত নিজেদের ম্যাচগুলো দুবাইতে বসে খেলছে। ভারতের আপত্তির কারণে অধিনায়কদের অফিসিয়াল ফটোসেশনও করতে পারেনি পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০