স্পোর্টস ডেস্ক:: গোয়ালিয়রে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত টি-২০ সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করবে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের। প্রথম আন্তর্জাতিক ম্যাচটি আয়োজন করতে যাচ্ছে এই স্টেডিয়াম।
ম্যাচটিতে দুই বাংলার সমর্থকদের নজরতো থাকবেই, বাড়তি নজর থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিদের। কেননা বাংলাদেশের এক ঝাঁক তরুণ তারকা খেলবেন টি-২০ সিরিজে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যারা দিন দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। ব্যাট-বল আর ফিল্ডিংয়ে দারুণ কার্যকরী কিছু খেলোয়াড়ও আছেন এই সিরিজে। আইপিএল দলগুলো তাই নজর রাখবে আগামির তারকার খোঁজে।
টি-২০ ক্রিকেটে পারফেক্ট অলরাউন্ডার রিশাদ হোসেনের প্রতি বাড়তি নজর থাকবে আইপিএল দলগুলোর। ব্যাটে-বলে সমান কার্যকরী এই লেগ স্পিনার ফিল্ডিংয়েও দারুণ। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে ডাক পড়তে শুরু করেছে তার। জিম-আফ্রো টি-১০ লিগে খেলে এসেছেন। বাংলাদেশের জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণ সময়ও কাটাচ্ছেন। এবারের আইপিএলের আগে তাই ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর আছে এই ক্রিকেটারের উপর। ভারত-বাংলাদেশ সিরিজে তাকে দেখেও নেব আইপিএলের দলগুলো।
বাংলাদেশের আরেক তারকা পেসার তাসকিন আহমদ। আইপিএলে আগেও ডাক পেয়েছেন। তবে বিসিবির অনাপত্তিপত্রের কারণে যেতে পারেননি। এবার এই সিরিজে তাকেও দেখবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকারা। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ও জিম আফ্রো টি-টেন লিগে খেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাম লেখানো বাংলাদেশের পেস তারকার প্রতি আইপিএল দলগুলোর আগ্রহ আছে বেশ কিছু দিন থেকেই। এই সিরিজে তাই বাড়তি নজরে থাকবেন তিনি।
বাংলাদেশের তরুণ ব্যাটার টি-২০ ফরম্যাটে দারুণ কার্যকরী। লঙ্কা প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন সকলেরই। বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও পারফর্মার তিনি। ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজে পারফর্ম করলেই ডাক পড়বে আইপিএলের মঞ্চে। নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ নিশ্চয়ই হাত ছাড়া করতে চাইবেন না এই তরুণ ব্যাটার।
বাংলাদেশের আরেক পেসার শরিফুল। এলপিএল খেলেছেন তিনিও। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে নিশ্চয়ই আছে তার প্রতি। তরুণ তানজিম হাসান সাকিবও দারুণ করছেন। টি-২০ ফরম্যাটের এই সিরিজে পারফর্ম করলে তাদেরও ডাক মিলতে পারে ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০