স্পোর্টস ডেস্কঃ চোট কাটিয়ে এখনই ফেরা হচ্ছে না টিম সাউদির। আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক উইলিয়ামসন জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষেও খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের। শুক্রবার চেন্নাইয়ে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
উইলিয়ামসন বলেছেন, ‘টিম (সাউদি) খুব ভালো উন্নতি করেছেন। তবে আগামীকালের ম্যাচে তিনি খেলছেন না।’ নিজের ইনজুরি কাটিয়ে ফেরার বিষয়ে তিনি বলেছেন, ‘আমি আগেও বলেছি, বিশ্বকাপ দলে থাকতে পেরে আমি উচ্ছ্বসিত। আগামী ম্যাচটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। খেলতে পারবো ভেবে আনন্দিত।’
গত মাসে ইংল্যান্ড সফরে শেষ ওয়ানডেতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে সাউদি। স্ক্যানের রিপোর্ট থেকে জানা যায়, ৩৪ বছর বয়সী পেসারের আঙুলে চিড় ধরেছে ও নড়ে গেছে। এরপরই তাঁর আঙুলে অস্ত্রোপচার করানো হয়।
পূর্ণ ফিট না হওয়ায় বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে খেলা হয় নি সাউদির। কিউই কোচ গ্যারি স্টেড আশাবাদী ছিলেন বাংলাদেশ ম্যাচ দিয়ে এই বোলারকে পাবেন, কিন্তু সেটি আর হচ্ছে না। অপেক্ষায় থাকতে হচ্ছে সাউদির খেলা নিয়ে। আগামীকাল সাকিব আল হাসানদের বিপক্ষে খেলার পর নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ ১৮ অক্টোবর, চেন্নাইতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post