স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া সিরিজের পর বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন অক্ষর পাটেল। এক বিবৃতিতে বিসিসিআই নিশ্চিত করেছে বিষয়টি। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। শুরুতে বিশ্বকাপ দলে ছিলেন না এই অলরাউন্ডার।
সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন ভারতীয় অলরাউন্ডার পাটেল। চোট সেরে না ওঠায় তাকে ছাড়াই ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ভারত। ফলে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসাবে দলে এলেন অশ্বিন।
৫ অক্টোবর ইংল্যান্ড–নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ভারত তাদের প্রথম ম্যাচটি খেলবে ৮ অক্টোবর, চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যাদের বিপক্ষে সদ্য ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল তারা। মূল আসরের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
ভারতের বিশ্বকাপ দল- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ইশান কিষান (উইকেটকিপার) ও সূর্যকুমার যাদব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post