নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ বললেই চলে বাংলাদেশের। মঙ্গলবার নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে হারের বৃত্তে থাকা সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেলেও আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তান ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। এদিকে একই অবস্থা পাকিস্তানেরও। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন সংবাদ সম্মেলনে জানান, ‘বাংলাদেশ সম্পর্কে আমরা ভালোভাবে জানি। এশিয়া কাপে তাদের বিরুদ্ধে খেলেছি। অতীতেও অনেক খেলেছি। ভেন্যুটা আমাদের জন্য নতুন, তবে আমরা প্রচুর হোমওয়ার্ক করেছি যাতে পরের ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দিতে পারি।’
ভালো খেলেই বাংলাদেশকে হারাতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের প্রতিটি দলই মানসম্পন্ন। আমরা জানি, ভালো খেলেই জিততে হবে। ভালো খেললে যেকোনো দলকে হারাতে পারব। আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি। তাদের অনেক কোয়ালিটি ক্রিকেটার আছে। আমরা বাংলাদেশের মুখোমুখি হতে ভালোভাবে প্রস্তুত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post