স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। যথারীতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অবস্থিত প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের জন্য।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল দুই দল। তবে সেই ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র ঐতিহাসিক এক জয় তুলে নেয় বাংলাদেশের বিপক্ষে। একইসাথে ৫ উইকেটের দারুণ জয়ে সিরিজে ১-০’তে লিড নেয় দলটি। যার ফলে বাকি দুটি ম্যাচের একটি জিতলেই সিরিজ নিশ্চিত করবে অভিবাসীদের নিয়ে গড়ে উঠা দলটি। যেটিও কি-না নতুন ইতিহাস হবে।
তবে এটি ঠেকাতে আজকের ম্যাচ যেকোনোভাবেই জিততে হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচে হতাশাজনক হারের ধাক্কা সামলে উঠতে না পারলে, আরও বড় হতাশা অপেক্ষা করছে টাইগারদের জন্য।
সিরিজে সমতায় ফিরতে মরিয়া টাইগাররা এই ম্যাচে একাদশে নিয়ে আসতে পারে পরিবর্তন। বাদ পড়তে পারেন লিটন দাস। তার জায়গায় ফিরতে পারেন তানজিদ হাসান তামিম। তবে এর বাইরে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনাও নেই খুব একটা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post