স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড নারী দল। বাংলাদেশ সফরের জন্য দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ১৫ সদস্যের স্কোয়াড করা হয়েছে দুই ফরম্যাটেই।
ক্রিকেট আয়ারল্যান্ডের নারী দলের নির্বাচকেরা দল ঘোষনা করেন। তারুণ্য নির্ভর দল দিয়েছে আইরিশরা। দলের অধিনায়ক করা হয়েছে গ্যাবি লুইসকে। সিরিজের জন্য নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। দুই ফরম্যাটের ছয় ম্যাচের সিরিজটি শুরু হবে ২৭ নভেম্বর থেকে। সিরিজ শেষ হবে ৯ ডিসেম্বর।
সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্টিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। টি-২০ সিরিজটি অনুষ্টিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৭ নভেম্বর মিরপুরে অনুষ্টিত হবে প্রথম ওয়ানডে, দ্বিতীয় ম্যাচটি হবে ৩০ নভেম্বর। ২ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।
সিলেটে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি অনুষ্টিত হবে ৫ ডিসেম্বর। একদিন বিরতি দিয়ে ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। সিরিজের শেষ ম্যাচটি হবে ৯ ডিসেম্বর। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।
ওয়ানডে স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, এলিস টেক্টর।
টি-টোয়েন্টি স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, অরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোই, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল।
এসএনপিস্পের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০