স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরের জন্য তারকাদের বিশ্রাম দিয়ে ‘দুর্বল’ দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রধান কোচের সঙ্গে এবার তারকা ক্রিকেটারদেরও বিশ্রাম দিলো কিউ বোর্ড। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনতো দলে নেই চোটের কারণে, এর বাইরে তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে ঢাকায় ওয়ানডে সিরিজের জন্য শনিবার সকালে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সেই দলে নেই টম ল্যাথাম, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও টিম সাউদি। এসব তারকাদের ছাড়া দ্বিতীয় সারির দল বাংলাদেশে পাঠাচ্ছে নিউজিল্যান্ড। এমনকি দেশটি আগেই জানিয়েছে,বাংলাদেশ সফরে বিশ্রামে থাকবেন প্রধান কোচ গ্যারি স্টেড।
অনেকেরই ধারণা ছিলো ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে ঢাকায় প্রস্তুুতির অংশ হিসেবে নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজটি খেলছে। কিন্তুু তাদের দ্বিতীয় সারির দল ঘোষণা সেটা স্পষ্ট অন্তত বাংলাদেশে বিশ্বকাপের প্রস্তুুতি সারছে না কিউরা। তরুণ ক্রিকেটারদের দিয়ে গঠন করেছে কিউ বোর্ড।
নিউজিল্যান্ডের অধিনায়ক করা হয়েছে লাকি ফার্গুসেনকে। আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে কিউরা। ২১১ সেপ্টেম্বর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২৩ ও ২৬ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচও হবে মিরপুরে
নিউজিল্যান্ড ওয়ানডে দল::
লকি ফার্গুসেন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাঁদ বোউস, ডেন ক্লেবার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনহি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post