স্পোর্টস ডেস্কঃ ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড জাতীয় দল। ২০১৬ সালের পর প্রথমবার খেলতে আসা ইংলিশরা ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে অংশ নেবে বাংলাদেশের বিপক্ষে। আর সেই সফরের জন্য আলাদা করে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দলের নেতৃত্বে আছেন জস বাটলার। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই বাংলাদেশে খেলতে আসছেন মঈন আলি ও জোর্ফ্রা আর্চার। এর বাইরে প্রথমবারের মতো ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে ডাক পেয়েছেন রেহান আহমেদ। অভিষেকের অপেক্ষায় আছেন ব্যাটার টম অ্যাবেলও। এছাড়া ওয়ানডেতে ফেরার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব মাহমুদও। এর বাইরে কয়েকজন ব্যাতীত নিয়মিত সব তারকাদেরই পাওয়া যাচ্ছে বাংলাদেশ সফরে।
সিরিজ খেলতে ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকায় পা রাখবে ইংল্যান্ড দল। সব ঠিক থাকলে ২৪ ফেব্রুয়ারি এসে পৌঁছাবে ইংলিশরা। সিরিজের প্রথম ওয়ানডে ১ মার্চ মিরপুরে। আর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩ মার্চ একই ভেন্যুতে। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ মার্চ চট্টগ্রামে।
৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ আয়োজিত হবে চট্টগ্রামে। এরপর ১২ ও ১৪ মার্চ যথক্রমে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচই আয়োজিত হবে মিরপুরে।
ইংল্যান্ডের ১৫ সদস্যের ওয়ানডে দল
জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোর্ফ্রা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিচি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।
ইংল্যান্ডের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল
জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোর্ফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিচি টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post