স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। গত মাসে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল কিউইরা। বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজে বিশ্বকাপ দলে খেলা ১০ জনই নেই।
বিশ্রামে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, ডেভন কনওয়েও থাকবেন বিশ্রামে। চোটের কারণে বিবেচনা করা হয়নি ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জিমি নিশামকে। আর টাইগারদের বিপক্ষে আসন্ন এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট।
নিউজিল্যান্ড দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন ক্রিকেটার। তারা হলেন আদি আশোক, জস ক্লার্কসন ও উইল ও’রুরকে। আদি আশোক খেলবেন দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে। বাংলাদেশের সঙ্গে চলমান টেস্ট স্কোয়াডে থাকা ইস সোধি খেলবেন শুধু প্রথম ওয়ানডে। আগামী ১৭ ডিসেম্বর নেলসনে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২০ ও ২৪ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৭ ডিসেম্বর।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল- টম লাথাম, আদি অশোক, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকন ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রাউর্কি, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়ং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post