নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না কুশাল পেরেরার। শ্বাসনালির সংক্রমণের কারণে দল থেকে ছিটকে গেছেন এই কিপার-ব্যাটার। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে নিরোশান ডিকওয়েলাকে।
এদিকে পাথুম নিসাঙ্কাকেও এই সিরিজে পাচ্ছে না শ্রীলঙ্কা। এছাড়া নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাও নিষিদ্ধা থাকায় নেই প্রথম দুই ম্যাচে। তাদের বদলি হিসেবে লঙ্কান দলে ডাক পেয়েছে আভিস্কা ফার্নান্দো ও জেফ্রি ভান্ডারসে। আর প্রথম দুই ম্যাচে সফরকারীদের নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা।
আগামী ৪ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। অসুস্থতা কাটিয়ে দলে জায়গা করে নিয়েছিলেন পেরেরা। তবে আবার ছিটকে গেলেন অসুস্থতায়। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে আগামী ৪, ৬ ও ৯ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ অধিনায়ক), কুশল মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, জেফ্রে ভ্যান্ডারসে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post