স্পোর্টস ডেস্ক:: বয়স মাত্র বাইশ। কৈশোরের দূরন্তপনা দূরে সরিয়ে তিনি বিশ্ব ফুটবলের তারকা হয়ে গেছেন আরো আগেই। কুঁড়ির কোটা পেরুতেই ছুঁয়ে ফেলেন ফুটবলের সব শিরোপাই। মাত্র ১৮ বছর বয়সে ক্যারিয়ার শুরু করা রদ্রিগো চার বছরেই ক্লাব ফুটবলে কোনো শিরোপা অপূর্ণতা রাখেননি।
কোপা দেলরের শিরোপা জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে। তবে তিনি এখানেই থামতে চান না। আরো শিরোপা চান তার ঝুলিতে। যেনো শিরোপা ছুঁয়ার জন্যই তার জন্ম। শনিবার রাতে তার জোড়া গোলেই ওয়াসসুনাকে হারিয়ে কোপা দেলরে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।
ব্রাজিলিয়ান এই তারুণ তারকা ক্লাব ফুটবলে সব ট্রফিই ছুঁয়ে ফেলেছেন। তবে তৃপ্তি নিয়ে থামতে চান না, যতদিন খেলেন, শিরোপা নিয়েউ উৎসবে মাততে চান তিনি। ২০১৮ সালে সান্তোস থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখান। এরপর আর পেছনে ফেরে থাকাতে হয়নি। প্রথম মৌসুমেই জিতে নেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপার।
প্রথমবার মৌসুমে রিয়ালে এসেই লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পর গত মৌসুমেও জিতেছেন আবারো। রিয়াল মাদ্রিদে চার বছরের ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ থেকে শুরু করে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন। বাকী ছিলো কেবল কোপা দেলরের শিরোপা। রিয়াল যে শিরোপার জন্য অপেক্ষায় ছিলো নয় বছর থেকে। শনিবার রাতে জোড়া গোলে তিনিও জিতেছেন, রিয়ালকেও জিতেছেন।
মাত্র ২২ বছর বয়সেই কোপা দেলরে জিততে পারায় দারুণ খুশি রদ্রিগো ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি খুবই খুশি। কারণ রিয়াল মাদ্রিদের জয়ে একমাত্র যে ট্রফিটি জিততে পারিনি আগে, আজকে সেটিও জিতে গেলাম কেবল ২২ বছর বয়সেই। অসাধারণ এক অনুভূতি এটা। এই সপ্তাহেই আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে, কত বছর ধরে রিয়াল মাদ্রিদ টুর্নামেন্টটা জিততে পারছে না। ব্যক্তিগতভাবে আমিও এটির অভাব অনুভব করছিলাম। দু’টি গোল করেছি, আমার জন্য স্পেশাল এক রাত এটি।’
আরো অনেক শিরোপা জিততে চান জানিয়ে রদিগ্রো বলেন, ‘এই ট্রফি জয়ের ইচ্ছা দারুণ ভাবেই ছিল, কারণ এটি আমার ছিল না। থবে এখানেই শেষ নয়। আরো শিরোপা জিততে চাই। আরো অনেক বেশি জিততে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post