স্পোর্টস ডেস্ক:: টি-২০ ক্রিকেটে নিজেদের ৫০তম ম্যাচ জয়ের দিনে শিকারীর তালিকায় টেস্ট খেলুড়ে দল ইংল্যান্ড। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০০৬ সালে পথচলা শুরু করা বাংলাদেশ প্রথম জয়ের জন্য অপেক্ষা করতে হয়নি। জিম্বাবুয়েকে হারিয়ে শুরুতেই জয় তুলে নেয় টাইগাররা।
১৭ বছরের টি-২০ পথচলায় বাঘেরদের শিকারে কাবু হয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দলগুলো। এবার যোগ হলো ইংল্যান্ড। শিকারের তালিকায় একে একে প্রায় সব রাগব গোয়ালই ধরা দিয়েছেন। তবে বাকী আছে এখনো একটি দল।
টেস্ট খেলুড়ে একমাত্র দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকে এখনো হারাতে পারেনি বাংলাদেশ। ১৪৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা বাংলাদেশ প্রোটিয়াদের বিপক্ষে খেলেছে ৮টি ম্যাচ। একটিতেও পারেনি জিততে। জয়ের খাতা একেবারেই শুন্য প্রোটিয়াদের বিপক্ষে। চোকার্স খ্যাত দলটিকে টি-২০ তে হারাতেই পারলেই বাংলাদেশ টেস্ট খেলুড়ে সব দলকেই হারানোর স্বাদ পেয়ে যাবে।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়গুলোর জন্য বাংলাদেশকে খুব একটা অপেক্ষা করতে হয়নি। ওয়ানডেতে ২৩তম ম্যাচেই প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। টেস্টে অপেক্ষাটা ছিলো একটু বেশি। ৩৫তম ম্যাচেই ক্রিকেটের অভিজাত ফরম্যাটে জয়ের স্বাদ পায় বাঘের দল।
চট্টগ্রামের জহুর আহমেদ সফরকারী ইংল্যান্ড ৬ উইকেটে ১৫৬ রান তুলে। জবাবে খেলতে নামা বাংলাদেশ শান্তর ফিফটিতে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। বাংলাদেশ এর আগে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র একটি টি-২০ ম্যাচ খেলেছিলো। টি-২০ বিশ্বকাপে দুবাইয়ে ৮ উইকেটে হেরেছিলো। এবার দ্বিতীয় দেখায় প্রথম জয় তুলে নিলো সাকিবের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post