স্পোর্টস ডেস্ক:: ম্যাচ শুরুর আগেই বৃষ্টি হয়েছিলো মাউন্ট ম্যাঙ্গানুয়ে। তবুও নির্ধারিত সময়ে টস হয়ে শুরু হয়েছিলো ম্যাচ। কিন্তু শেষ হয়নি ম্যাচ। বৃষ্টিতে শেষ পর্যন্ত বাতিল হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-২০ সিরিজের ২য় ম্যাচটি।
নিউজিল্যান্ড ইনিংসের মাঝপথেই বেরসিক বৃষ্টি বাগড়া দিয়েছে। ১১ ওভার শেষের সাথে সাথেই বে ওভালে বৃষ্টি শুরু হলো আম্পায়াররা ম্যাচ বন্ধ রাখেন। বৃষ্টির কারণে আম্পায়াররা ম্যাচ বাতিল করেন।
শুরুতেই এক উইকেট হারানো নিউজিল্যান্ড দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েছিলো। ডেরিল মিচেল ও টিম সেইফার্টের ৪৯ রানের সেই জুটি ভেঙে দারুণ ব্রেক থ্রু এনে দিলেন তানজীম সাকিব।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই পেসার শরিফুল সাজ ঘরে পাঠিয়েছেন কিউ ওপেনার ফিন অ্যালেনকে। দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ৫বলে ২ রান করেছেন অ্যালেন।
ইনিংসের ৮ম ওভারের দ্বিতীয় বলে সাকিবের বলে শান্তর হাতে টিম সেইফার্ট ক্যাচ তুলে দিলে ভাঙে ৪৯রানের দ্বিতীয় উইকেট জুটি। দলীয় ৫৮ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ছয় চার ও এক ছয়ে ২৩বলে ৪৩ রান করেন সেইফার্ট।
বৃষ্টিতে ম্যাচ বন্ধার হওয়ার আগে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১ ওভারে দুই উইকেটে ৭২ রান। ১৮ রানে ডেরিল মিচেল ও ৯ রানে গ্লেন ফিলিপস অপরাজিত আছেন।
সিরিজের প্রথম ম্যাচেও আগে ব্যাট করেছিলো নিউজিল্যান্ড। ১৩৫ রানের টার্গেট ৫ উইকেট হারিয়ে টপকে যায় লিটন-সৌম্যররা। বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের অল্পতেই আটকে রাখেন।
দ্বিতীয় ম্যাচ জিতলেই বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে। এ ম্যাচেও টস জিতে বোলারদের হাতে বল তুলে দিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও বেন সিয়ার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/
Discussion about this post