নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ থেকে বিশ্রাম নিয়েছেন লিটন দাস-তামিম ইকবাল। রোববার ঘোষিত দলে মেহেদি হাসান মিরাজের সঙ্গে দলে ফিরছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এদিকে লিটনের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।
তবে সোমবার জানা গেল, পেটের সমস্যায় ভুগছেন তাসকিন। নাও খেলতে পারেন তৃতীয় ওয়ানডেতে। তাই আজ মিরপুরে অনুশীলন করেছেন অভিষেকে দ্যুতি ছড়ানো আরেক পেসার খালেদ আহমেদ। তাঁকে তৃতীয় ওয়ানডে থেকে বাদ দেওয়া হয়েছিল। তাসকিন অসুস্থ থাকলে তৃতীয় ওয়ানডেতেও খেলতে পারেন খালেদ।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে এ ব্যাপারে বলেছেন, ‘ওর (তাসকিন) পেট খারাপ হয়েছে। এটা নিশ্চিত নয় সে আগামীকাল খেলতে পারবেন কী না। এটা খাদ্যের বিষক্রিয়ার ব্যাপার। আশা করি, আজই ঠিক হয়ে যাবে। চোট নয়, সুতরাং খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবে।’
এদিকে শেষ ওয়ানডের দলে নেই মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও সৌম্য সরকার। এর মধ্যে চোটের সঙ্গে লড়ছেন পেসার তানজিম। তাঁর বদলি হিসেবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই দলে ডাকা হয় হাসান মাহমুদকে। বিশ্বকাপের আগে তানজিমকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল- নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ*, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।
Discussion about this post