স্পোর্টস ডেস্ক:: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরু হতে এখনো দুই মাসের মতো বাকী আছে। তবে সবার আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়া তারকা ক্রিকেটার জো রুট ফিরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।
তবে পূর্নবাসন প্রক্রিয়ায় থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের। আগামি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে হতে যাওয়া টুর্নামেন্টটির পুর্ণাঙ্গ ফিক্সশ্চার এখনো প্রকাশ হয়নি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুধু চ্যাম্পিয়নস ট্রফির দলই নয়, ভারত সফরেও এই দলটি নিয়েই খেলবে।
ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম প্রথমবার বড় কোনো আসরের দল ঘোষনা করলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বৈশ্বিক আসরে খেলবে ইংল্যান্ড। ম্যাককালামের দলে জায়গা হয়নি ইংল্যান্ডের সফল ক্রিকেটার বেন স্টোকসের। তাকে দলে না রাখার ব্যাখায় ইসিবি বলছে, ‘হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা ডারহাম অলরাউন্ডার বেন স্টোকস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাঁকে বিবেচনা করা হয়নি।’
চ্যাম্পিয়ন্স ট্রফি ও ভারত সফরে ইংল্যান্ড দল:
জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০