স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচনী বৈতরণী পার হচ্ছেন না তরফদার রুহুল আমিন। এবার নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছে বাফুফের সাবেক সহ-সভাপতি, বিএনপি নেতার ও সাবেক ফুটবলার তাবিথ আউয়াল।
ঢাকায় সংবাদ সম্মেলনে করে তাবিথ আউয়াল বাফুফের নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেন। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্টিত হওয়ার কথা।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এই নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিলো। তবে সরকার পরিবর্তনের পর তার সিদ্ধান্তেও পরিবর্তন আসে। আন্দোলনের মুখে সংবাদ সম্মেলন করে আর নির্বাচনী প্রার্থী না হওয়ার ঘোষণা দেন টানা চারবার সভাপতির দায়িত্ব পালনকরা সাবেক এই ফুটবলার। তার বিদায়ের ঘোষণার পরপরই নতুন প্রার্থী নিয়ে নানা গুঞ্জন উঠে।
সাইফ পাওয়ার টেকের কর্ণধার তরফদার রুহুল আমি দিন কয়েক আগে ঢাকায় সংবাদ সম্মেলন করে নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তার প্রতিদ্বন্ধী কে হবেন সেটা নিয়ে চলছিলো আলোচনা। অবশেষে তাবিথ আউয়াল ঘোষণা দিলেন নির্বাচনের।২ ০১২ ও ২০১৬ সালে বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক এই ফুটবলার। ২০২০ সালে একই পদে হেরে যান।
এবার টানা চতুর্থ দফা নির্বাচন করবেন তিনি। সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমি গত তিনটি নির্বাচন করেছি। এবারও আমি লড়ব। আর সেটা সভাপতি পদে। আমি আশাবাদী জিতব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০