স্পোর্টস ডেস্ক:: কৈশোরের দূরন্তপনা পেরুতেই পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলার সুযোগ পাচ্ছেন বাফুফের এলিট একাডেমির ফুটবলাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ক্লাব মোহামেডান স্পোটিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন কিশোর ফুটবলারদের দলে নিতে চায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বয়স ভিত্তিক ফুটবলারদের তৈরি করছে এলিট একাডেমিতে। এই একাডেমির ফুটবলাররা খেলে থাকেন বয়স ভিত্তিক দলগুলোতে। সেখানে বেশ কয়েক জন ফুটবলার নজর কেড়েছেন ক্লাবগুলোর। ৫/৬ লাখ টাকা পারিশ্রমিক দিয়ে তাদের কিনতে চাইছে ক্লাবগুলো।
তবে বাফুফে সরাসরি ক্লাবগুলোকে ফুটবলারদের দিতে চায় না। তারা নিলামের মাধ্যমে ফুটবলারদের বিক্রি করতে চায়। যে ক্লাব সর্বোচ্ছ পারিশ্রমিক দেবে, তারাই পাবে সংশ্লিষ্ট ফুটবলারদের। খেলোয়াড়দের পারিশ্রমিকের ৬০ শতাংশ পাবেন সংশ্লিষ্ট ফুটবলার। বাকী ৪০ শতাংশ পাবে বাফুফে।
বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘আমাদের এলিট একাডেমির কয়েকজন খেলোয়াড়কে মোহামেডান, ব্রার্দাস ইউনিয়ন ও শেখ রাসেল-এ তিনটা ক্লাব চেয়েছে। খেলোয়াড়দের আমরা কীভাবে বড় পরিসরে ধারে দিতে পারি, সেটা নিয়ে আজকের মিটিং ছিল। যেখানে লিগ কমিটির সবাই উপস্থিত ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। ‘
নিলামের মাধ্যমে খেলোয়াড় দেওয়া হবে জানিয়ে তিনি বলেন,, ‘ক্লাবগুলোকে খেলোয়াড় সরাসরি না দিয়ে ওপেন বিটিংয়ের (নিলাম) মাধ্যমে দেবো। যারা সবোর্চ্চ মূল্য দিতে পারবেন, তাদের আমরা খেলোয়াড় দেবো। ‘
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post