নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ এক যুগেরও বেশি সময় থেকে বাফুফে সভাপতির পদে আছেন কাজী সালাউদ্দিন। উন্নয়নের বদলে দিনকে দিন পিছিয়ে ফুটবল। ১৯০’র কোটা পেরিয়ে গেছে জামাল ভুঁইয়ারা। সবশেষ সাফ জয়ী মেয়েদেরও অলিম্পিকের বাছাইয়ে পাঠাতে ব্যর্থ হয়েছেন বাফুফে।
এরপরই ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটি নিয়ে আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে। দীর্ঘ দিন থেকে সভাপতি পদ আকড়ে থাকায় সমালোচিত হচ্ছেন সালাউদ্দিনও। এবার তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাফুফে সভাপতির চেয়ার ছাড়তে চান। এটা তার বাবার চেয়ার নয়। যোগ্য কাউকে পেলে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি।
বাফুফে সভাপতির পদ বাবার চেয়ার নয়, যে কেউ আসতে পারেন জানিয়ে কাজী সালাউদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, ‘ফুটবল একার পক্ষে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এখানে যদি সবাই এক সঙ্গে না হতে পারি। আমি কেনো, যাকে আনেন অসুবিধা নেই। যদি ভালো করতে পারে তাহলে চেয়ার পাবে। রাস্তায় রাস্তায় টোকাইয়ের মতো টাকা উঠানো আমার ডিউটি নয়। এটা আমার বাবার চেয়ার না যে সবসময় থাকবে। যে কেউ আসতে পারে।’
কিছু দিন আগে সাফ জয়ী মেয়েরা বাফুফে সভাপতির কাছে দাবি করে তাদের বেতন বাড়াতে, ভালো মানের বুট দিতে, ম্যাচ ফি, বোনাস এবং খাবারের মান বাড়াতে। এসব দাবি যৌক্তিক হলেও পূরণের টাকা নেই জানিয়ে তিনি বলেন, ‘মেয়েরা আসছিল আমার কাছে, কিছু চাহিদা জানিয়েছে। শুধু এক জায়গায় রিজনেবল নয়। প্রথম হলো পাঁচগুণ বেতন বাড়াতে হবে। দ্বিতীয়ত গিয়ার্স দিতে হবে এবং বিদেশী বুট দিতে হবে। শুধু পাঁচগুণ বেতন ছাড়া সবগুলো লজিক্যাল। ফুটের মান বাড়াতে এক কোটি টাকা লাগবে, বুটে আসে ২৫ থেকে ২৫ লক্ষ টাকা। আমি কি ভাবে পূরণ করবো কি ভাবে? আমাদের ফান্ডে তো টাকা নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post