স্পোর্টস ডেস্ক:: এসএসসি পরীক্ষার ফলাফলের আনন্দ বইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও। ক্যাম্পে থাকা নারী ফুটবলার এসএসসি পরীক্ষার্থী সবাই পাশ করেছেন। বাফুফের ক্যাম্পে থাকা ৬জন নারী ফুটবলার এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন। রোববার প্রকাশিত ফলাফলে তাদের সবাই উত্তীর্ণ হয়েছে।
মাঠের ফুটবল, ক্যাম্পে থাকা সব মিলিয়ে কঠিন প্রস্তুুতি সামলে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন নারী ফুটবলাররা। পরীক্ষা চলাকালীন সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ চলতে থাকায় এসএসসি পরীক্ষার প্রস্তুতিও টিকমতো হয়নি তাদের। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তারা থাকতে পারেননি পরীক্ষার জন্য। এতো কষ্ট করে পরীক্ষা দিয়ে কেউ ফেল করেননি।
ফলাফল প্রকাশের পর উচ্ছ্বসিত হয়ে উঠেন বাফুফে ক্যাম্পে থাকা ঐশী খাতুন, রুমা আক্তার ও ওমেলা মারমারা। ঐশী ও ওমেলা পেয়েছেন সর্বোচ্চ রেজাল্ট করেছেন। দু’জনেই পেয়েছেন এ, বাকিদের ফলাফল জিপিএ চারের নিচে।
ফলাফল প্রকাশের পর দারুণ খুশি ঐশী খাতুন বলেন, ‘এখানে সবাইরে জানাইছি, ক্যাম্পে যারা আছি। এগুলো বলে ইনজয় করতেছিলাম।’ রুমা আক্তার বলেন, ‘বাপ-মার সাথে কথা বলছি। আমরা রাত জেড়ে পড়ছিলাম। কষ্টটা সার্থক হইছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post