স্পোর্টস ডেস্ক:: অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ এক দিনের ম্যাচেও বড় স্কোর গড়লো পাকিস্তান। সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। নির্ভার থেকে চতুর্থ ওয়ানডে খেলতে নামা পাকিস্তান অধিনায়কের শতকে আগে ব্যাট করে ৩৩৪ রান তুলেছে।
করাচিতে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা অবশ্য ভার হয়নি। দলীয় ৩৬ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। ১৪ রানে সাজঘরে ফিরেন ফখর জামান। আরেক ওপেনার শান মাসুদ দ্বিতীয় উইকেটে দলীয় ৮৬ রানে ফিরেন প্যাভেলিয়নে। ব্যাট হাতে করেন ৪৪ রান। তার বিদায়ে ভাঙে ৬০ রানের দ্বিতীয় উইকেট জুটি।
তৃতীয় উইকেটেও বড় জুটি গড়তে পারেনি পাকিস্তান। দলীয় ১২৮ রানে ব্যক্তিগত ২৪ রানে সাজঘরে ফিরেন রিজওয়ান। চতুর্থ উইকেটে বাবর আজম আজহা সালমানকে নিয়ে গড়েন শতরানের জুটি। ১১৭ রানের জুটি ভাঙে আজহা সালমানের বিদায়ে দলীয় ২৪৫ রানে। পাকিস্তান বড় সংগ্রহের পূঁজি পেয়ে তখনি। চার চার ও দুই ছক্কায় ৪৬ বলে ৫৮ রান করেন সারমান। অধিনায়ক বাবর আজমত এক প্রান্তে দুর্দান্ত ব্যাট করতে থাকেন। শেষ পর্যন্ত তিনি থামেন দলীয় ২৯৬ রানে। ইনিংসের ৪৮তম ওভারের শেষ বলে। তার আগে ১১৭ বলে ১০৭ রান করেন। সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন দশ চারে। ২৮ রান আসে ইফতিখারের ব্যাট থেকে। ৬ উইকেটে ৩৩৪ রানে থামে স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৩টি উইকেট লাভ করেন।
৩৩৫ রানের টার্গেটে ব্যাট করবে নিউজিল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post